ঢাকা প্রেস নিউজ
দেশের সব প্রাথমিক বিদ্যালয় আগামীকাল বুধবার থেকে পূর্ণদমে খুলে যাচ্ছে। সম্প্রতি ছাত্রদের আন্দোলনের জেরে বিদ্যালয় বন্ধ থাকলেও, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আগামীকাল থেকে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, এতদিন শ্রেণিকক্ষ খোলা থাকলেও পাঠদান বন্ধ ছিল। বুধবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে। মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে পূর্ণোদ্যমে শ্রেণি কার্যক্রম চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।