কুমিল্লায় যুবক কুপিয়ে হত্যা: ১৬ আসামি, একজন গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ আগu ২০২৫ ০৪:৩১ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
কুমিল্লায় যুবক কুপিয়ে হত্যা: ১৬ আসামি, একজন গ্রেপ্তার

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় শনিবার রাতে মহরম হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে এবং শ্বশুরবাড়ি কাটাবিলে ভাড়া থাকতেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, মহরম কাটাবিল থেকে পাথুরিয়া পাড়ার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে কাটাবিল মসজিদের সামনে ২০-২৫ জনের একটি দলে থাকা ব্যক্তি মোটরসাইকেলে থাকা অবস্থায় তাকে হঠাৎ কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এরপর পাশের একটি দোকানে আরও এলোপাথাড়ি কুপিয়ে তাকে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

রবিবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নিহতের বোন রুনু বেগম বাদী হয়ে ৯ জনকে নামজাদা ও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ প্রধান আসামি, কাটাবিল এলাকার শাহজাহানের ছেলে অপু (৩৫)-কে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
 

ওসি মোঃ মহিনুল ইসলাম জানান, নিহত মহরমের বিরুদ্ধে পূর্বে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও চুরি সংক্রান্ত মোট ১৮টি মামলা রয়েছে। ঘটনার পেছনের কারণ জানতে পুলিশ একাধিক টিম মাঠে কাজ করছে।