নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৩৭ অপরাহ্ণ   |   ৬০ বার পঠিত
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রামে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় ৪০ জন সুবিধাভোগী কৃষকের হাতে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মারফুদুল হক, কৃষি উপসহকারী কর্মকর্তারা এবং সুবিধাভোগী কৃষকবৃন্দ।