মাইজভাণ্ডার শরীফে ‘শোকর’ ম্যাগাজিন ও সুফিবাদ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ জানুয়ারি ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
মাইজভাণ্ডার শরীফে ‘শোকর’ ম্যাগাজিন ও সুফিবাদ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন।

ধ্রুব নক্ষত্র বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:-

 


গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর ২০০তম জন্মবার্ষিকী ও ১২০তম ওরশ শরিফ উপলক্ষ্যে মাইজভাণ্ডার দরবার শরিফে ‘শোকর’ ম্যাগাজিন এবং ‘সুফিবাদের আলোকে সালাত ও কামেল মুর্শিদের অপরিহার্যতা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।


​গত ৯ মাঘ দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)-এর গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন, রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.) বই দুটির মোড়ক উন্মোচন করেন।


​এ সময় উপস্থিত ছিলেন বইটির লেখক মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, প্রকাশক ও শোকর ম্যাগাজিনের সম্পাদক মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী, মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ রফিক এবং মোহাম্মদ আজম।


​বইটি শীঘ্রই শোকর এ মওলা মনজিল-এ পাওয়া যাবে বলে জানানো হয়েছে।