সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ১৩তম পর্বে বাংলা বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১. ‘সাজিরা’ শব্দটিতে ‘সা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সঙ্গে
খ) উৎকৃষ্ট
গ) উত্তম
ঘ) অভাব
১০. ‘He has no political axe to grind’–এর সঠিক অনুবাদ কোনটি?
ক) তাঁর কোনো জোরালো রাজনৈতিক আদর্শ নেই।
খ) তাঁর কোনো রাজনৈতিক আদর্শ নেই।
গ) তাঁর জোরালো রাজনৈতিক মতামত নেই।
ঘ) তাঁর কোনো জোরালো রাজনৈতিক নীতি নেই।
১১. ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’ বাক্যে ‘মরি মরি’ কোন ধরনের অব্যয়?
ক) পদান্বয়ী
খ) অনন্বয়ী
গ) অনুকার
ঘ) সমন্বয়ী
১২. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়—
ক) কুম্ভিলকবৃত্তি
খ) জলৌকাবৃত্তি
গ) বেতসবৃত্তি
ঘ) পতঙ্গবৃত্তি