ঢাকা প্রেস নিউজ
বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ী কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতি, সিরাজগঞ্জ জেলা পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতি, বাঘাবাড়ী ঘাট পাম্প মালিক সমিতি ও উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতারা অভিযোগ করেন, গত ২৯ জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের নোটিশ ছাড়াই বেশ কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করে এবং সেগুলোকে অবৈধ ঘোষণা করে মাইকিং চালায়। যদিও পরবর্তী সময়ে প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছিল, তবু নতুন করে উচ্ছেদ অভিযান চালিয়ে বেশ কিছু পাম্প ভেঙে দেওয়া হয়। এরই প্রতিবাদে আজ সকাল থেকে উত্তরাঞ্চলে সব ধরনের তেল উত্তোলন ও বিপণন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।