বিজয় দিবসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বৈঠক, প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৪ ০৫:১০ অপরাহ্ণ ০ বার পঠিত
বিজয় দিবসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বৈঠক, প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকা প্রেস,পাবনা প্রতিনিধি:-

 

বিজয় দিবস উপলক্ষে পাবনায় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করার অভিযোগে চরতারাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তফা আলী খান ওরফে মোস্তবালি (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, তাকে এক শিক্ষার্থী হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
 

মোস্তফা আলী খান চরতারাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
 

পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে টাটিপাড়া মুজিব বাঁধে ৩-৪শ’ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের জন্য খিচুড়ি রান্নার আয়োজন করা হয়। স্থানীয়দের অভিযোগ, সেখানে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বৈঠক হচ্ছিল। পুলিশ আসার খবর পেয়ে নেতাকর্মীরা পালিয়ে যায়, তবে মোস্তফা আলী খানকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 

তাকে এর পর ৪ আগস্ট পাবনা শহরে শিক্ষার্থী হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সঞ্জয় কুমার সাহা জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন মোস্তফা আলী। তাকে শিক্ষার্থী হত্যার মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
 

উল্লেখ্য, ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মোস্তফা আলী খান প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।