ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরশহরের মধ্যবাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে গফরগাঁও উপজেলা সিপিবির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সদস্য কমরেড সাইদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জহিরুল আমিন রুবেল, সিপিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ-১০ আসনে জাতীয় সংসদ নির্বাচনে কাস্তে মার্কার প্রার্থী অ্যাডভোকেট সাইফুস সালেহীন, জেলা যুব ইউনিয়নের সহসভাপতি মাহবুবুল আলম লিখন, সাংস্কৃতিক কর্মী ইয়াসিনুল আরাফাত এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুৎফর রহমান আরজুসহ অন্যান্যরা।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে শোষণ ও নিপীড়নমুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানানো হয়।