গফরগাঁওয়ের উন্নয়ন বিষয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা ও জনসভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ নভেম্বর ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
গফরগাঁওয়ের উন্নয়ন বিষয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা ও জনসভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আন্তঃবিভাগীয় পর্যালোচনা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ ও জনসেবামূলক সকল খাতের উন্নয়ন সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন মাস্টার প্ল্যান প্রণয়নের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
 

সভায় জানানো হয়, খুব শিগগিরই প্রতিটি দপ্তরের মাধ্যমে এবং কেন্দ্রীয়ভাবে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে গফরগাঁওয়ের উন্নয়ন কর্মকৌশল বাস্তবায়ন শুরু হবে।
 

গফরগাঁও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. আকমল হোসেন আজাদ, সদস্য (সিনিয়র সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন।
 

এ সময় আরও উপস্থিত ছিলেন—
হায়দার আলী, যুগ্ম প্রধান, ভৌত অবকাঠামো বিভাগ;
দেবোওম সান্যাল, উপপ্রধান, ভৌত অবকাঠামো বিভাগ;
প্রিয়াঙ্কা দত্ত, উপপ্রধান, ভৌত অবকাঠামো বিভাগ;
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ), নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত, এলজিইডি, পিডিবি, পবিস ও জনস্বাস্থ্য), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), গফরগাঁও ও পাগলা থানার ওসি, উপজেলা প্রাণিসম্পদ, কৃষি ও মৎস্য কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রেলওয়ে স্টেশন মাস্টার, সকল ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা

 

সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগণের চাহিদা ও সম্ভাবনাকে ভিত্তি করে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়িত হলে গফরগাঁও একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে।