ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্যায় প্লাবিত, যান চলাচল ব্যাহত

প্রকাশকালঃ ২২ আগu ২০২৪ ০১:৫১ অপরাহ্ণ ৫৮৬ বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্যায় প্লাবিত, যান চলাচল ব্যাহত

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কমিল্লা প্রতিনিধি:-



দেশের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ পানির নিচে চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় মহাসড়কের প্রায় ২ কিলোমিটার অংশ পানিতে ডুবে যাওয়ায় ৫ কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
 

বৃহস্পতিবার ভোর থেকেই যানজট শুরু হয়ে ধীরে ধীরে আরও বেড়েছে। মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত সড়কটি পুরোপুরি পানির নিচে চলে যাওয়ায় যানবাহন চলাচল অতি সাবধানে এবং খুব ধীরগতিতে চলছে। এতে যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
 

এ বিষয়ে ট্রাক চালক হাসমত উল্লাহ জানান, "কালির বাজারের পর থেকে সড়কে হাঁটুপানি। গাড়ি চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। ধীরগতির কারণে সড়কে ভয়াবহ যানজট তৈরি হয়েছে।"
 

মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন জানান, মহাসড়কে পানি জমার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।