হবিগঞ্জ প্রতিনিধি:-
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জামাল মিয়া ওরফে জামাল ডাকাত (৪২)। বুধবার সকালে মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার ধানক্ষেত থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জামাল নোয়াগাঁও গ্রামের আবদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বাহুবল মডেল থানায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ মোট ১৭টি মামলা ছিল। এছাড়া দেশের অন্যান্য থানায় অন্তত আরও ৭টি মামলার আসামি ছিলেন তিনি।
বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে জামাল ও তার সহযোগীদের সঙ্গে একই গ্রামের আরেকটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার ভোর রাতে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে দেয়। সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ওসি বলেন, জামাল দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করছিল। ডাকাতি ও চুরির অভিযোগে বহুবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়তেন। পুলিশ ঘটনাস্থল থেকে রেনু মিয়ার ছেলে শিবলু মিয়াকে (১৯) আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।