জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে: গুতেরেস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৫ ০২:৪৬ অপরাহ্ণ   |   ১২৬ বার পঠিত
জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে: গুতেরেস

ঢাকা প্রেস নিউজ

 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার সকালে ঢাকার গুলশানে জাতিসংঘের নতুন ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই আশ্বাস প্রদান করেন তিনি।
 

গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষীদের জাতিসংঘ শান্তি মিশনে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন এবং বলেন, তারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগের বিষয়েও আলোচনা করেন।
 

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০তম বার্ষিকী উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন ও জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নিতে গুতেরেস গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শন করেন।
 

এই পরিদর্শন শেষে, গুতেরেস এবং শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান একসঙ্গে ‘ইউএন হাউস ইন বাংলাদেশ’ উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস।