আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ইসরাইলের বর্বরোচিত গণহত্যা শুরুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ শাখা নেতাকমী ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকালে উপজেলা সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাঙ্গরা বাজার শাহী কেন্দ্রীয় ঈদগা থেকে প্রধান সড়কে খামার গ্রাম ও.এস ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এসে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ নেতাকমীরা নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে; বিশ্বমুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আর একবার; নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশনসহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বক্তারা বলেন, আমাদের শক্তি সঞ্চয় করে ইউরোপ আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমস্ত মুসলমান ভাই ভাই এবং একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়, ঠিক তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না। মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। আমরা ভুলে যেতে বসেছি মুসলমানদের সেই পুরনো ঐতিহ্য।
এই সময় বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ আমির ও সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান বলেন, আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা কেন মজলুমদের পাশে দাঁড়াচ্ছো না, কেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছ না। যখন ফিলিস্তিনের মানুষের উপর আঘাত করা হয়, সেই আঘাত আমাদের কলিজায় লাগে। আমরা প্রত্যাশা করি আবারও খালিদ বিন ওয়ালিদ আসবে। তরুণ প্রজন্মের মধ্যেই খালিদ বিন ওয়ালিদ ফিরে আসবে।
বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা শফিউল্লাহ বক্তব্যে বলেন, খ্রিস্টান ও ইহুদি রাষ্ট্রগুলো সারাজীবন শুধু মানবতার বুলি আওড়ায়; কিন্তু ফিলিস্তিনের প্রশ্ন আসলেই তারা নীরব ভূমিকা পালন করে। তাদের প্রতিহত করে ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে। আরো বক্তব্য রাখেন, মাওলানা কামরুল হাসান সিদ্দিকীর সঞ্চালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, সংঘঠনের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তাজুল ইসলাম, অথবিষয়ক সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক, অধ্যক্ষ হারুনুর রশিদ,কুমিল্লা জেলা আমির মাওলানা কামরুল হাসান,মাওলানা সাইফুল ইসলাম মাওলানা শফিকুল ইসলাম , ডাক্তার বিল্লাল হোসেন, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা মাহবুবুর রহমানসহ বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহসহ বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতাকমীরা।