কোম্পানীগঞ্জ গ্রামীণ জুয়েলার্সের নভেম্বর মাসের র‍্যাফেল ড্র অনুষ্ঠিত, ৪ জন ভাগ্যবান বিজয়ী এক লাখ টাকা পুরস্কার পেলেন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৫ ০২:১৫ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
কোম্পানীগঞ্জ গ্রামীণ জুয়েলার্সের নভেম্বর মাসের র‍্যাফেল ড্র অনুষ্ঠিত, ৪ জন ভাগ্যবান বিজয়ী এক লাখ টাকা পুরস্কার পেলেন

আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অবস্থিত গ্রামীণ জুয়েলার্স এর উদ্যোগে নভেম্বর মাসের র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় গ্রামীণ জুয়েলার্স বিডি.কম ফেসবুক ফলোয়ার্স এবং স্বর্ণ ক্রেতাদের মধ্যে এ র‍্যাফেল ড্র সম্পন্ন করা হয়।
 

এতে মোট এক লাখ টাকার নগদ পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে—

  • প্রথম পুরস্কার ৫০,০০০ টাকা

  • দ্বিতীয় পুরস্কার ২৫,০০০ টাকা

  • তৃতীয় পুরস্কার ১৫,০০০ টাকা

  • চতুর্থ পুরস্কার ১০,০০০ টাকা

এছাড়াও আরও তিনজনকে বিশেষ পুরস্কার হিসেবে ৫,০০০ টাকা করে প্রদান করা হয়।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, গ্রামীণ জুয়েলার্সের মালিক চন্দন বনিক, বনিক সমিতির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, ব্যবসায়ী বেলাল উদ্দীন, শিশির বনিকগৌরাঙ্গ বনিকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
 

র‍্যাফেল ড্র শেষে অতিথিরা বিজয়ীদের শুভেচ্ছা জানান এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।