ঢাকা প্রেস নিউজ
জানুয়ারি মাসে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শতভাগ বই সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে রংপুর পিটিআই-এ একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, “আমরা জানুয়ারি মাসে প্রাথমিকের শিক্ষার্থীদের শতভাগ বই দিতে পারব। আগে যেমন উৎসব করে বই দেওয়া হতো, এবার উৎসব না হলেও বই বিতরণের কার্যক্রম পুরোদমে চলছে। ইতোমধ্যে অনেক বই ছাপা হয়ে গেছে। জানুয়ারি মাসেই শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়া হবে।”
তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হয়নি। তবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণির বইয়ের সিলেবাসে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন পাঠ্যপুস্তকে দেশের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিফলন গল্প ও ছবির মাধ্যমে তুলে ধরা হবে।
সমাজে প্রাথমিক শিক্ষা নিয়ে প্রচলিত বিভিন্ন ধারণা সম্পর্কে তিনি বলেন, “অনেকেই মনে করেন, প্রাথমিক শিক্ষায় শিশুদের সবকিছু শিখিয়ে দেওয়া সম্ভব। কিন্তু আমাদের মূল লক্ষ্য হলো শিশুদের মাতৃভাষায় পড়া ও বোঝার দক্ষতা তৈরি করা। পাশাপাশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা যেন যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করতে সক্ষম হয়।”
শিক্ষার অবকাঠামো ও শিক্ষকদের মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দেশে প্রাথমিক শিক্ষার ভৌত অবকাঠামো অনেক উন্নত হয়েছে। শিক্ষকদের গুণগত মানও আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের পর কিছু শিক্ষকের মানের পার্থক্য ছিল। তবে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা ও পারফরম্যান্স উন্নত করার সুযোগ রয়েছে।”
তিনি প্রাথমিক শিক্ষার গুণগত মান ধরে রাখতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।