কুমিল্লায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত-করদাতাদের সচেতনতা বাড়াতে বিশেষ সেমিনার আয়োজন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ ডিসেম্বর ২০২৫ ০৮:০৯ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
কুমিল্লায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত-করদাতাদের সচেতনতা বাড়াতে বিশেষ সেমিনার আয়োজন

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ

 

‘সময়মতো নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দিব’ প্রতিপাদ্যে কুমিল্লায় পালিত হচ্ছে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। এ উপলক্ষে বুধবার সকালে নগরীর ঝাউতলার হোটেল এলিট প্যালেসে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার উদ্যোগে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার মো. আবদুস সোবহান। সেমিনারের সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আব্দুল মান্নান সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল নোয়াখালীর কর কমিশনার শাহ্ মুহাম্মদ ইত্তেদা হাসান এবং কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি জামাল আহমেদ।
 

স্বাগত বক্তব্য দেন যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার নিতীশ বিশ্বাস। সেমিনারে কমিশনারেটের বিভাগীয় কর্মকর্তা, সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন সেক্টরের অংশীজন ও সাংবাদিকরা অংশ নেন।
 

বক্তারা বলেন, সঠিকভাবে ভ্যাট নিবন্ধন ও ভ্যাট পরিশোধ প্রক্রিয়াকে সহজ ও উৎসাহব্যঞ্জক করতে কমিশনারেট বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারা আরও উল্লেখ করেন, কেনাকাটার সময় ভ্যাট চালান গ্রহণে ক্রেতাদের সচেতনতা বাড়লে ভ্যাট ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।
 

দেশের টেকসই উন্নয়নে করদাতা, ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। বিজয়ের মাসে আয়োজিত এই কর্মসূচি ভ্যাট সংক্রান্ত সচেতনতা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।