জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ মনপুরায় মাদ্রাসাছাত্রীকে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ মার্চ ২০২৩ ০১:১৭ অপরাহ্ণ   |   ৪১৮ বার পঠিত
জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ মনপুরায় মাদ্রাসাছাত্রীকে

ভোলার মনপুরায় মাদ্রাসার এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৩ মার্চ) সকালে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে মনপুরা থানায় অভিযোগ করেছেন। মনপুরা থানার ওসি সাইদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত যুবকের নাম শাকিল। তিনি উপজেলার রহমানপুর এলাকার হেলাল পাটোয়ারীর ছেলে। এদিকে ভুক্তভোগীর মা জানায়, গত শনিবার সকালে স্বামীকে নিয়ে অসুস্থ ভাইকে দেখতে চরফ্যাশনে যান। 


বাড়িতে ছোট ছেলে ও মেয়েকে রেখে যান। এ সুযোগে রোববার দুপুরে অভিযুক্ত শাকিল তার মেয়েকে মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে। এ সময় তার ছেলের চিৎকারে প্রতিবেশীরা চলে আসলে শাকিল পালিয়ে যায়। পরে খবর পেয়ে বিকালেই বাড়িতে চলে আসি। 

মনপুরা থানার ওসি সাইদ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে মামলা করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।