ভারতীয় দল আগেই আমেরিকায় পৌঁছে গেলেও, বিরাট শুক্রবারই দলে যোগ দিয়েছেন। তিনি বলেছেন, "ভাবতেই পারিনি কখনও আমেরিকায় কোনও ধরনের ক্রিকেট খেলতে আসব। এটাই প্রমাণ করে ক্রিকেট কীভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমেরিকা মনে হয় দ্রুত এই খেলাকে গ্রহণ করবে। এ বারের বিশ্বকাপেই সেটা প্রমাণ হবে।"
দক্ষিণ এশিয়ায় ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় এবং সেখানকার অনেক মানুষই আমেরিকায় থাকেন। বিরাট মনে করেন এই কারণেই ক্রিকেট সেখানে জনপ্রিয় হবে। তিনি আরও বলেন, "আমেরিকায় আমাদের দেশের বহু মানুষ থাকেন। তাঁরা ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি করতে যথেষ্ট। বাকি মানুষদের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহ তৈরি করবেন তাঁরা। এখানে ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট খেলা হচ্ছে। মেজর লিগ ক্রিকেট খেলা হচ্ছে এখানে। আমার মনে হয় ঠিক পথেই এগোনো হচ্ছে।"
আশা করা যায় এই বিশ্বকাপ আমেরিকায় ক্রিকেট জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।