নজরুল তুমি বাঙালির ক্ষুধা 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ নভেম্বর ২০২৫ ০২:০৬ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
নজরুল তুমি বাঙালির ক্ষুধা 

তাছলিমা আক্তার মুক্তা
 

নজরুল তুমি বাংলার আলো 
বাঙালির মনের ক্ষুধা  , 
নজরুল তুমি বাংলার অলংকার 
প্রাণের প্রণয়ী সুধা।

 

নজরুলের প্রেমে বাঙালি মত্ত 
তার কবিতা গানের পাগল , 
তার কবিতায় মিশে আছে কোটি
জনতার কথা ও মনোবল। 

 

মুসলিমের জন্য তিনি লিখেছেন 
ইসলামী শত শত গজল , 
রাসুলের শানে  লিখিত নাত  
পঠনে আজো বাঁধে দল। 

 

নারী পুরুষের সমতার তরী 
ভাসিয়ে দিয়ে গেছেন তিনি  , 
তার কবিতা গানে আজো বাঙালি
আনন্দে বিমোহিত প্রতিদিন। 

 

কৃষক শ্রমিক কুলি দিনমজুর 
সকলে আমরা সকলের তরে , 
মানুষ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব
তিনি লিখে গেছেন জীবন ভরে। 

 

বাংলা ভাষা ভাষি আর বাঙালি 
থাকবে যতোদিন এ মাটিতে , 
নজরুল তুমি জাতীয় কবি 
ধরে রাখবো নিজেদের ঘাটিতে।