ঢাকা প্রেস,যশোর প্রতিনিধি:-
যশোরের চৌগাছা উপজেলায় তিন দিন নিখোঁজ থাকার পর ইজিবাইক চালক সোহাগ হোসেন রকির (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে চৌগাছা থানার ওসি কামাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, শহরের তরিকুল ইসলাম পৌর কলেজ সংলগ্ন বুড়িগাঙ থেকে যশোর পিবিআই এবং থানা পুলিশ যৌথভাবে সোহাগের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত সোহাগ হোসেন রকি উপজেলার পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু দিনের পর দিন তাকে আর বাড়িতে দেখা যায়নি। পরদিন, ১৮ জানুয়ারি, তার বাবা লিয়াকত হোসেন চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে, নিখোঁজ হওয়ার পর তদন্তে নামে যশোর পিবিআই। তাদের তদন্তের ফলস্বরূপ, মোবাইল ফোনের সূত্র ধরে পুড়াহুদা গ্রামের সোহানুর রহমান (২০), ইছাপুর গ্রামের সজল হোসেন (২২) এবং পাঁচনামনা গ্রামের সুজন (২১)কে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী, সোহাগের মরদেহ বুড়িগাঙের পট-কচুড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়।
অন্যদিকে, পুলিশ মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে এবং ইজিবাইক উদ্ধারসহ হত্যার আলামত সংগ্রহে কাজ চালিয়ে যাচ্ছে।
চৌগাছা থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই বিষয়ে আরও তদন্ত চলছে।