ঢাকা প্রেস
মৌলভীবাজার প্রতিনিধি:-
মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে চাপ কমে যাওয়ার কারণে এই বিপত্তি নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে মৌলভীবাজারের কালাপুরে শেভরন গ্যাস ফিল্ডে যান্ত্রিক ত্রুটির কারণে এই সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে। মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী জানান, কাজ চলছে এবং বিকেলের মধ্যে গ্যাস সরবরাহ সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।
জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, গতরাতে কালাপুরের শেভরন গ্যাস ফিল্ডে হঠাৎ যান্ত্রিক ত্রুটি হওয়ায় সমস্যা দেখা দেয়। পরে তারা পাইপ দিয়ে হবিগঞ্জের সঙ্গে যুক্ত করি, যার কারণে গ্যাসের চাপ কমে যায়।
জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের তথ্য মতে, মৌলভীবাজার সদরে তাদের প্রায় ৭ হাজার গ্রাহক আছেন। তাদের মধ্যে ৭০০ গ্রাহকই বাণিজ্যিক।
এই হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধের ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। দৈনন্দিন জীবনযাপন বিঘ্নিত হওয়ায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মৌলভীবাজারে গ্যাস সরবরাহ বন্ধের এই ঘটনা প্রথম নয়। এর আগেও একাধিকবার একই ধরনের সমস্যা দেখা দিয়েছে।