যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ১

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৪ অপরাহ্ণ   |   ৪৬২ বার পঠিত
যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ১

ঢাকা প্রেস,যশোর প্রতিনিধি:-

 

যশোরের মণিরামপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রোববার (১৫ ডিসেম্বর) যশোর-চুকনগর সড়কের মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজারের কাছে সিটি স্কুলের সামনে।
 

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন যশোর সদর উপজেলার খড়কি এলাকার মুনছুর আলীর ছেলে হাফিজুর রহমান (৪৮), এবং অপরজন মণিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে আশাবুল ইসলাম (১৮)।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলার সময় সংঘর্ষ হয়, যার ফলে ঘটনাস্থলেই হাফিজুর ও আশাবুল প্রাণ হারান। এ ঘটনায় চালকিডাঙ্গা গ্রামের ইমন (২০) গুরুতর আহত হন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
 

মণিরামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ইমনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষে জড়িত মোটরসাইকেল দুটি বর্তমানে থানার হেফাজতে রয়েছে।