হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলডাঙ্গা (উচাভিটা) এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মেদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চিলমারীর অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজু আহম্মেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদৎ হোসেন ও মাঈদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আইসিটি শিক্ষক সাইফুল রহমান, বিএসসি আব্দুর রহমান এবং বারী বেগুন-১২ প্রদর্শনী কৃষক আলমগীর হোসেন (বাচ্চু)সহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত সবাই বারী বেগুন-১২ এর প্রদর্শনী প্রকল্প পরিদর্শন করেন। বক্তারা জানান, এই জাতের বেগুন চাষে সময় ও খরচ কম লাগে, তবে ফলন তুলনামূলক বেশি হয়। স্থানীয় কৃষকরাও আগ্রহ প্রকাশ করে জানান, যদি কৃষি অফিস থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়, তাহলে তারা এই বেগুনের আবাদ আরও সম্প্রসারিত করবেন।