৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১২

প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৩ ০৩:৩১ অপরাহ্ণ ৪৮৫ বার পঠিত
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১২

৪৫তম বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আবেদনকারীদের বসতে হবে প্রিলিমিনারি পরীক্ষায়। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার নিয়মিত আয়োজনের ১২তম পর্বে বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. বাংলাদেশের উপকূলীয় এলাকায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর নামকরণ করে কোন দেশ?
 ক. মিয়ানমার
 খ. থাইল্যান্ড
 গ. ভুটান
 ঘ. চীন

২. প্রথমবারের মতো ‘জাতীয় প্রবাসী দিবস’ পালিত হয় কবে?
 ক. ২৭ ডিসেম্বর ২০২২
 খ. ২৯ ডিসেম্বর ২০২২
 গ. ৩০ জানুয়ারি ২০২৩
 ঘ. ৩০ ডিসেম্বর ২০২২

৩. বাংলাদেশ বর্তমানে বিশ্বের কততম বৃহত্তম অর্থনীতির দেশ?
 ক. ৪১তম
 খ. ৩৯তম
 গ. ৪০তম
 ঘ. ৩৬তম

৪. বাংলাদেশের সংসদীয় সরকারব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়?
 ক. দ্বাদশ
 খ. সপ্তদশ
 গ. পঞ্চদশ
 ঘ. দশম

৫. ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’ কোথায় অবস্থিত?
ক. ভাঙ্গা, ফরিদপুর
খ. গজনী, শেরপুর
গ. কালিয়াকৈর, গাজীপুর
ঘ. বাউফল, পটুয়াখালী

৬. জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
ক. প্রধানমন্ত্রী
খ. স্পিকার
গ. চিফ হুইপ
ঘ. রাষ্ট্রপতি

৭. ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয় কবে?
ক. ১২ মে ২০১৮
খ. ২৬ মার্চ ২০১৮
গ. ২৮ ডিসেম্বর ২০১৯
ঘ. ১৬ ডিসেম্বর ২০১৮

৮. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?
ক. ১২ জুন
খ. ১৮ জুলাই
গ. ১৭ ডিসেম্বর
ঘ. ১৩ ডিসেম্বর

৯. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ মতে, বর্তমানে বাংলাদেশের মোট আয়তনের প্রায় কত শতাংশ বনভূমি রয়েছে?
ক. ১৬.৬৫ শতাংশ
খ. ১৭.১৫ শতাংশ
গ. ১৭.৪৫ শতাংশ
ঘ. ১৮.৩৫ শতাংশ

১০. ‘ললিতা’ কোন ফসলের জাত?
ক. আলু
খ. গম
গ. মরিচ
ঘ. ধান

১১. ‘মুজিব আমার পিতা’ অ্যানিমেটেড চলচ্চিত্রটির পরিচালকের নাম কী?
ক. শ্যাম বেনেগাল
খ. জুয়েল মাহমুদ
গ. মান্নান
ঘ. সোহেল মোহাম্মদ রানা

১২. দুর্যোগ ব্যবস্থাপনায় সফলতার কারণে বাংলাদেশকে ‘মডেল’ হিসেবে স্বীকৃতি দেয় কোন সংস্থা?
ক. এডিবি
খ. ইউএনডিপি
গ. জাতিসংঘ
ঘ. বিশ্বব্যাংক

১৩. বাংলাদেশের সামুদ্রিক অঞ্চল রয়েছে কত বর্গকিলোমিটার (প্রায়)?
ক. ১ লাখ ১৮ হাজার ৮১৩
খ. ১ লাখ ৮১ হাজার ৮৩১
গ. ১ লাখ ১৯ হাজার ৩১৮
ঘ. ১ লাখ ৩১ হাজার ১৩৮

১৪. ‘হাইল হাওর’ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক. কিশোরগঞ্জ
খ. মৌলভীবাজার
গ. সুনামগঞ্জ
ঘ. নেত্রকোনা

১৫. বাংলাদেশের মোট ভূমির কতভাগ এলাকা ‘টারশিয়ারি যুগের পাহাড়’ নিয়ে গঠিত?
ক. ১২ ভাগ
খ. ১৭ ভাগ
গ. ২১ ভাগ
ঘ. ২৫ ভাগ

১৬. কততম জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
ক. পঞ্চম
খ. ষষ্ঠ
গ. সপ্তম
ঘ. নবম

১৭. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
ক. ৫ম তফসিল
খ. ৫ম তফসিল
গ. ৬ষ্ঠ তফসিল
ঘ. ৪র্থ তফসিল

১৮. কোনটি সাংবিধানিক পদ নয়?
ক. চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
খ. প্রধান নির্বাচন কমিশনার
গ. কনট্রোলার ও অডিটর জেনারেল
ঘ. চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন

১৯.নির্মাণাধীন ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর’ কোথায় অবস্থিত?
ক. মহেশখালী, কক্সবাজার
খ. রামু, কক্সবাজার
গ. কলাপাড়া, পটুয়াখালী
ঘ. উখিয়া, কক্সবাজার

২০. বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?
ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ১৯৭৩
ঘ. ১৯৭৪

মডেল টেস্ট-১২ (বাংলাদেশ বিষয়াবলি) এর উত্তর
১. খ। ২. ঘ। ৩. ক। ৪. ক । ৫. গ। ৬. ঘ। ৭. ক। ৮. গ। ৯. গ। ১০. ক।
১১. ঘ। ১২. গ। ১৩. ক। ১৪. খ। ১৫. ক। ১৬. গ। ১৭. ঘ। ১৮. ক। ১৯. ক। ২০. গ।