আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৪ ১২:২০ অপরাহ্ণ ৫২ বার পঠিত
আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা প্রেস নিউজ

 

কোটা সংস্কার দাবিতে চলমান আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে, আন্দোলনের ৬ জন সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে।
 

সোমবার (২৯ জুলাই), বিচারপতি খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এই রিট দায়ের করেন। রিটের শুনানির জন্য দুপুর ১২টার দিকে নির্ধারিত ছিল।
 

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। দাবির সমর্থনে সারাদেশে সোমবার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।