লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী পিঠা উৎসব শুরু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ জানুয়ারি ২০২৫ ০৬:১৩ অপরাহ্ণ   |   ৩২০ বার পঠিত
লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী পিঠা উৎসব শুরু

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুরে তরুণ প্রজন্মের মাঝে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী পিঠা উৎসব।
 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
 

উদ্যোগের উদ্দেশ্য
আয়োজকদের মতে, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই পিঠা উৎসবের আয়োজন। স্মার্টফোনে আসক্ত তরুণদের অনেকেই অনেক পিঠার নাম বা স্বাদ সম্পর্কে জানেন না। তাদের ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে পরিচিত করানোই এই উৎসবের মূল লক্ষ্য।

 

উৎসবের বৈচিত্র্য
উৎসবে প্রায় ২০টি স্টলে নানা ধরনের বাহারি পিঠা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে, যা দর্শনার্থীদের মন কেড়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে বড়রাও পিঠার স্বাদ উপভোগ করে উৎসবে মেতে উঠেছে।

 

উপস্থিতি ও অংশগ্রহণ
উৎসবে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিবার-পরিজন নিয়ে স্টল পরিদর্শন করেছেন এবং নানা ধরনের পিঠার স্বাদ গ্রহণ করেছেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান রেজা, জেলা পুলিশ সুপার আক্তার হোসেন, পৌর প্রশাসক জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ও সম্রাট খীসা।
 

উৎসবের প্রাণবন্ত পরিবেশ
তিন দিনব্যাপী এই উৎসব এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। পিঠা উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্মকে গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত করানোর এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।