উত্তর ধানমন্ডি রোড, কলাবাগান ও নারায়ণগঞ্জের ভূইগড় এলাকায় রাজউকের মোবাইল কোর্ট এবং জরিমানা 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৫ ০১:২৪ অপরাহ্ণ   |   ১১২ বার পঠিত
উত্তর ধানমন্ডি রোড, কলাবাগান ও নারায়ণগঞ্জের ভূইগড় এলাকায় রাজউকের মোবাইল কোর্ট এবং জরিমানা 

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি:-

 

রাজউক এর জোন ৫ ও জোন ৮ এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজউক। এ সময় সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা ও  ১০ টি  ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও সর্বমোট ১৬ টি মিটার জব্দ করা হয়।
 

রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাহমিনা  পারভীন এর নেতৃত্বে রাজউক এর জোন ৫/২ এর আওতাধীন উত্তর ধানমন্ডি রোড, কলাবাগান  এলাকায় সর্বমোট  ৫ টি নির্মানাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে  ৫ টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৫ টি মিটার জব্দ করা হয়। এসময় রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে অঙ্গীকারনামা আদায় করা হয়। 


মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জনাব মোঃ ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার জনাব মোঃ কাওছার আহমেদ ও জনাব আব্দুল্লাহ আল নোমান, প্রধান ইমারত পরিদর্শক,  ইমারত পরিদর্শকগণ সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

অন্যদিকে, রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শীলাব্রত কর্মকার এর নেতৃত্বে রাজউক এর জোন ৮/১ এর আওতাধীন নারায়নগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সর্বমোট  ৮ টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে  ৫ টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ১১ টি মিটার জব্দ করা হয় এবং রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।
 

উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন জোন ৮/১ এর অথরাইজড অফিসার (পদ শূন্যকালীন প্রতিকল্প কর্মকর্তা) জনাব এফ আর আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার জনাব আবু সাদাত মোঃ সায়েম, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।