ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারকে চীন স্বাগত জানিয়েছে। একইসঙ্গে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়ন পথকে চীন সম্মান করে। তিনি বলেন, “চীন বাংলাদেশকে ভালো প্রতিবেশী হিসেবে দেখে এবং দুই দেশের বন্ধুত্বকে মূল্যবান মনে করে।”
মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিয়োগের বিষয়ে চীন সচেতন। তিনি জোর দিয়ে বলেন, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।