মির্জাপুর থানার এএসআইকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২৫ অপরাহ্ণ   |   ৭২ বার পঠিত
মির্জাপুর থানার এএসআইকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত

সোহাগ আহম্মেদ,বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল):-

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
 

শনিবার দুপুরে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 

এ ঘটনায় জানা যায়, ১৮ ফেব্রুয়ারি ভোর রাতে ভুক্তভোগী কয়েকজন বাসযাত্রী মির্জাপুর থানায় এসে বাসে ডাকাতির বিষয়ে ডিউটি অফিসারকে অবহিত করেন। তবে, কয়েক মিনিট পর তারা চলে গেলেও ডিউটি অফিসার তাদের নাম, ঠিকানা কিংবা মোবাইল নম্বরসহ কোনো তথ্যই সংগ্রহ করেননি। ফলে ঘটনার তিন দিন পর ভুক্তভোগীদের মামলা নিতে হয়।
 

এ ঘটনার পর গত শুক্রবার টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এএসআই আতিকুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করেন। রাতেই তাকে মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।