 
                            
মুন্সীগঞ্জ প্রতিনিধি:-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে—এই বাস্তবতা জামায়াতে ইসলামীর সহ্য হচ্ছে না। তিনি দৃঢ়ভাবে মন্তব্য করেন, "কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ পাবে না।"
 
রোববার (২০ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলীর বাড়িতে।
 
গয়েশ্বর রায় আরও বলেন, “জামায়াতের যেসব দাবি ও বক্তব্য সামনে আসছে, তা নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই। তারা জনগণের ভাষা বোঝে না, বরং নিজেদের স্বার্থে সবকিছু করতে চায়। ভারত-পাকিস্তানেও জামায়াত রয়েছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা।”
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ, সাবেক পররাষ্ট্র সচিব মহসিন আলী খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, জসিম মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    