ঢাকা প্রেস
যশোর প্রতিনিধি:-
যশোর-বেনাপোল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন বাসের হেলপার নিহত হয়েছেন। সোমবার সকালে যশোর সদর উপজেলার গাজীরদর্গা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে বেনাপোল যাচ্ছিল একটি লোকাল বাস। পথিমধ্যে গাজীরদর্গা তেলের পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে বাসের হেলপার হানিফ (৩০) রাস্তায় ছিটকে পড়েন। তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হানিফ সদর উপজেলার পুলেরহাট এলাকার বাসিন্দা। তার মৃত্যুতে পরিবার ও স্বজনরা শোকসন্তপ্ত হয়ে পড়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক নাজমুল হাসন জানান, হানিফের দেহে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, যার কারণে তার মৃত্যু হয়েছে।
এই দুর্ঘটনার পর থেকে যশোর-বেনাপোল সড়কে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।