দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ মার্চ ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ   |   ১৬৯ বার পঠিত
দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-

 

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত " দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি"র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ খলিলুর রহমান হাওলাদারের সভাপতিত্বে ২২ মার্চ, শনিবার (২১ রমজান) সন্ধ্যায় উদয়ন আইডিয়াল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 



এতে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন হাফেজ মুহাম্মদ নাঈম উদ্দিন। তিনি ইফতারের পূর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন।

রমজান শীর্ষক আলোচনায় অংশ নেন একাডেমির উপদেষ্টা কোচ ও বিশিষ্ট সমাজসেবক মানবাধিকার সংগঠক মোঃ আলাউদ্দিন, সংগঠনের উপদেষ্টা সদস্য ও পরিচালক ডাঃ উদয়ন কান্তি মিত্র,সংগঠনের সাধারণ সম্পাদক ও পরিচালক, টিম ম্যানেজার,সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, কার্য্য নির্বাহী কমিটির সদস্য মোঃ আনিসুর রহমান,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার, স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সাকিবুল ইসলাম (সাকিব স্যার)।

আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ফুটবলার ও সদস্য মোঃ সাদ্দাম হোসেন, সিনিয়র সদস্য মোঃ জিসান, রাহাত হাসান, মোঃ আরিফ হোসেন , মোঃ আইয়ুব খান সহ বিভিন্ন উপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে একাডেমির প্রয়াত উপদেষ্টা সদস্য, সাবেক ফুটবলার মোঃ শফিউল আলম শফি, সাংবাদিক বাবলার বড় ভাই আলমগীর ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত এবং ইফতার পরিবেশন করা হয়েছে।