কুড়িগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩৭ অপরাহ্ণ   |   ২৭ বার পঠিত
কুড়িগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 
 

সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল ১২ টায় কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন।

 


 

শোভাযাত্রা শেষে ঘোষপাড়ায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
 

বক্তারা আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। তারা বলেন, ‘ভবিষ্যতে যে কোনো নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।’
 

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। আমরা কুড়িগ্রাম জেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধ। যারা মনে করেন আমাদের মধ্যে ঐক্য নেই, তারা ভুল ভাবছেন। আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকব, ইনশাআল্লাহ।’