কুড়িগ্রামে অটোরিকশার চাপার শিশুর মৃত্যু 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ জুলাই ২০২৫ ০৮:২৩ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
কুড়িগ্রামে অটোরিকশার চাপার শিশুর মৃত্যু 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অটোরিকশার নিচে চাপা পড়ে খোকন হাসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
 

সোমবার ( ০৭ জুলাই ) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত খোকন তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে আব্দুল করিমের ছেলে। সে তিলাই ইউনিয়নের দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদরাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী।
 

স্থানীয়রা জানায়, দুপুরে বিরতির সময় মাদরাসা থেকে বের আইস ললিপপ ও খেলনা কিনতে দোকানে যায় খোকন। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডিএমএফ বিদ্যুৎ ইসলাম বলেন, খোকন নামের শিশুটিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তার মাথার পেছন দিকে ক্ষত ছিল।
 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোরিকশাচালক পলাতক রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।