সাজেক থেকে বেরিয়ে এসেছেন আটকে থাকা পর্যটকরা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ জুলাই ২০২৪ ০৫:৪১ অপরাহ্ণ   |   ৪৯৬ বার পঠিত
সাজেক থেকে বেরিয়ে এসেছেন আটকে থাকা পর্যটকরা

ঢাকা প্রেস
রাঙামাটি প্রতিনিধি



 

রাঙামাটি: গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে রাঙামাটির সাজেক পর্যটন এলাকায় আটকে পড়েছিলেন প্রায় ৫০০ জন পর্যটক। বাঘাইহাট-সাজেক সড়কের মাচলং এলাকায় পাহাড়ি ঢল ও বন্যার পানিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়।
 


 

পানি কমে যাওয়ায় পর্যটকদের চলে যাওয়ার সুযোগ হয়

বুধবার সকালে ভারী বৃষ্টি কমে যাওয়ার পর পানি নেমে গেলে আটকে থাকা পর্যটকদের নিয়ে বেশ কয়েকটি গাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
 

স্থানীয়দের বর্ণনা

সাজেক হিল ভিউ কটেজের স্বত্ত্বাধিকারী ইন্দ্র চাকমা জানিয়েছেন, বৃষ্টির পানিতে বাঘাইহাট-সাজেক সড়কের উপরে পানি জমে যাওয়ায় পর্যটকরা বাধ্য হয়েই কটেজ ও রিসোর্টগুলোতে আটকে পড়েছিলেন। আজ সকালে পানি কমে যাওয়ায় তারা চলে যেতে সক্ষম হন।
 

প্রশাসনের বক্তব্য

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানিয়েছেন, বাঘাইহাট-সাজেক সড়কের পানি নেমে গেছে এবং আটকে থাকা পর্যটকরা সকালের দিকে নিরাপদে সাজেক ত্যাগ করেছেন। তিনি আরও জানান, উপজেলার নিম্নাঞ্চলে বন্যার পানিও কিছুটা কমতে শুরু করেছে।