চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার থেকে টোল আদায় শুরু

প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৪ ০৪:৫৮ অপরাহ্ণ ০ বার পঠিত
চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার থেকে টোল আদায় শুরু

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার থেকে টোল আদায় শুরু হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আনুষ্ঠানিকভাবে ১৮ ডিসেম্বর থেকে টোল সংগ্রহের কার্যক্রম চালু করবে।

 

জানা গেছে, এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে টোল নেওয়া হবে, যেখানে বর্তমানে পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল করলেও টোল আদায় করা হয়নি। সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে টোল সংগ্রহ শুরু হবে এবং প্রাথমিকভাবে পতেঙ্গা প্রান্তে চারটি বুথে এই কার্যক্রম পরিচালিত হবে। আপাতত সিডিএ নিজেই টোল আদায় করবে, তবে পরবর্তীতে এ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হবে।
 

সিডিএ ৩ নভেম্বর টোল হার নির্ধারণের প্রস্তাব পাঠায় এবং ২৭ নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সেই হার চূড়ান্ত করে। মোটরসাইকেল ও ট্রেইলার ছাড়া ১০ ধরনের যানবাহন এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। সিএনজিচালিত অটোরিকশার জন্য টোল নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, কারের জন্য ৮০ টাকা, জিপ ও মাইক্রোবাসের জন্য ১০০ টাকা, পিকআপের জন্য ১৫০ টাকা, মিনি বাস ও চার চাকার ট্রাকের জন্য ২০০ টাকা, বাসের জন্য ২৮০ টাকা, ছয় চাকার ট্রাকের জন্য ৩০০ টাকা এবং কাভার্ডভ্যানের জন্য ৪৫০ টাকা।