বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: সাভার থেকে তিনজন গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১৬ অপরাহ্ণ   |   ৮৮ বার পঠিত
বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: সাভার থেকে তিনজন গ্রেপ্তার

সোহাগ আহম্মেদ,বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল):-

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী একটি চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

শুক্রবার রাতে টাঙ্গাইল জেলা পুলিশের একটি দল বিশেষ অভিযানে তাদের আটক করে। আজ শনিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
 

তিনি জানান, মামলার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে লুট হওয়া তিনটি মোবাইল ফোন, একটি ছুরি ও নগদ ২৯,৩৭০ টাকা উদ্ধার করা হয়।
 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলো— মানিকগঞ্জের দৌলতপুরের মুহিত, শরীয়তপুরের জাজিরার সবুজ ও ঢাকার সাভারের শরিফ। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। শুক্রবার রাতে ঢাকার সাভার থেকে তাদের আটক করা হয়।
 

উল্লেখ্য, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার গাবতলী থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস বাসে ডাকাত দল হামলা চালিয়ে লুটপাটের পাশাপাশি নারী যাত্রীদের শ্লীলতাহানি করে।
 

এ ঘটনায় তিন দিন পর, শুক্রবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন, যেখানে অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জনকে আসামি করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযানে নামে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।