মাদারগঞ্জে ছিনতাই-বিদেশি চাইনিজ কুড়াল দিয়ে মাথায় আঘাত।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ আগu ২০২৫ ০৮:১০ অপরাহ্ণ   |   ৭৯ বার পঠিত
মাদারগঞ্জে  ছিনতাই-বিদেশি চাইনিজ  কুড়াল  দিয়ে মাথায় আঘাত।

নিজস্ব প্রতিবেদক:-


 
জামালপুর মাদারগঞ্জ উপজেলার উত্তর গাবের গ্রাম,  দুলালের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।গত ৯/৮/২৫ শনিবার রাত ৯টায় উত্তর গ্রামেরগ্রাম মোছা:ঝর্ণা বেগমের (৭০) এর নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি,, উজ্জল, পিতা- সুরুজ, স চাঁন মিয়া, উভয় পিতা- মৃত হুর ফকির এর সবাই মিলে ঘটনাটি ঘটিয়েছে।

 

 


এ বিষয়ে মোছা:ঝর্ণা বেগম বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং গণমাধ্যম কর্মীদের  এর বলেন,, 


অভিযুক্ত ব্যাক্তি উজ্জল গত ০৯/০৮/২০২৫ ইং তারিখে মাদক সেবন করে আনুমানিক রাত ৯.০০ টার সময় আমার ছেলের ঘরে ঢুকে ছিনতাই করার চেষ্টা করলে  আমার ছেলের বউ ও আমার নাতি বাধা দিতে গেলে এক পর্যায়ে  উজ্জল বিদেশি অস্ত্র চাইনিজ কুড়াল দিয়ে আমার ছেলের বউ ও নাতির মাথায় কুপ বসিয়ে দেয় এবং ঘরের সিন্দুক থেকে নগদ ৫০,০০০ টাকা ও ছেলের বউয়ের কানের ৮ আনা স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায়। যাওয়ার সময় ঘরের জিনিসপত্র ভাংচুর করে এবং আরো বলে যে কোন প্রকার আইনের আশ্রয় নিলে  তোদের মেরে ফেলবে। 

 

বাদী, ঝর্না বেগম আরো বলেন, উজ্জলের নামে মাদারগঞ্জ মডেল থানায় মাদক ও ছিনতাই এর অনেক মামলা রয়েছে। আমার ছেলের বউ ও নাতি মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। 


অভিযুক্ত উজ্জল বাড়িতে নেই,  পরিবারের সাথে কথা বলতে চাইলে তারা এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।

 

এ বিষয়ে এলাবাসির সাথে কথা বলে জানা যায় যে, অভিযুক্ত উজ্জল আগে থেকেই মাদক সেবন করে ও তার পরিবারের  সদস্যরা মাদক ব্যবসার সাথে জড়িত আছেন।