চিলমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক কারবারীকে কারাদণ্ড ও জরিমানা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫২ অপরাহ্ণ   |   ৫৯ বার পঠিত
চিলমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক কারবারীকে কারাদণ্ড ও জরিমানা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের চিলমারীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাদক কারবারীকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক আদালত বসিয়ে এই শাস্তি দেন।

 


 

এর আগে রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানা পুলিশের একটি দল জোড়গাছ খরখরিয়া এলাকার মৃত আব্দুল শেখের ছেলে আব্দুল মালেক (৪১), জোড়গাছ নালারপাড় এলাকার আবুল কাশেমের ছেলে শাহ আলম (৪২) ও করাই বরিশাল এলাকার মৃত ধনিয়া জোড়দারের ছেলে দুদু জোরদার (৫৫)কে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে আটক করে। অভিযানের সময় মাদক সেবনের সকল সামগ্রী জব্দ করা হয়।
 

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। চিলমারী থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, সাজাপ্রাপ্তদের সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।