কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি:
আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিকেলে সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত ও সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী সিদ্দিকী পরিবারের কৃতি সন্তান লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, “গণভোট ২০২৬ সালের সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয় সংযুক্ত সচিব মো. মাহমুদুল হোসাইন খান এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বক্তারা গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।”
এর আগে প্রধান অতিথি লুৎফে সিদ্দিকী সীতাকুণ্ডের বিভিন্ন স্কুল-কলেজে স্থাপিত সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটের বুথের বিন্যাস, ভোটারদের সুবিধা-অসুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন। পরে তিনি উপজেলা প্রশাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন, সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি, ভোটার নিরাপত্তা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে ডিসি পার্কে সাংবাদিকদের সঙ্গে গণভোট বিষয়ে মতবিনিময় করেন লুৎফে সিদ্দিকী এবং ‘গণভোট কর্নার’ উদ্বোধন করেন। পরে তিনি ডিসি পার্কে আয়োজিত ফুল উৎসব পরিদর্শন করেন। এ সময় সীতাকুণ্ডে এমন সুন্দর ফুলের পার্ক গড়ে ওঠায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।