স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই—মানবিক সমাজ গঠনে ‘স্বপ্নতরী’র বৃক্ষরোপণ কর্মসূচি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ জুলাই ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ   |   ১১৩ বার পঠিত
স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই—মানবিক সমাজ গঠনে ‘স্বপ্নতরী’র বৃক্ষরোপণ কর্মসূচি

আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি:-


 

"স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই—একটি মানবিক সমাজ বিনির্মাণে" এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে ‘স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠন’-এর আয়োজন, “একটি শিশু, একটি গাছ” বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৫।
 

গত শুক্রবার (২৫ জুলাই) সকালে মুরাদনগর উপজেলার ১নং শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল পশ্চিম পাড়ায় খান বাড়ির সামনে থেকে ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন সড়কে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
 

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন—আব্দুল্লাহ আল মাহমুদ জামান, আবু সালেহ মাস্টার, ইছাক মুন্সী, মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজ্জাদ, মোহাম্মদ আঃ ছাত্তার, মোহাম্মদ সুমন মীর, মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোহাম্মদ হামিদুর রহমান (হামিদ ভাই), মোহাম্মদ বাতেন, হোসাইন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

বক্তারা বলেন,
“যেখানে বৃক্ষ নেই, সেখানে প্রাণের অস্তিত্বও নেই। বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মরুভূমি। অথচ গাছই পৃথিবীকে করে তোলে বাসযোগ্য, সৌন্দর্যমণ্ডিত ও প্রাণবন্ত।”

 

কর্মসূচির অংশ হিসেবে ফলদ, বনজ ও ঔষধি গুণসম্পন্ন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।