ঢাকা প্রেস নিউজ
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, চলমান সরকার পতন আন্দোলনে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় চার শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ আগস্ট), রাজারবাগ পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে এবং নিহতদের পরিবারকে সরকার সহযোগিতা করবে।
আহতদের চোখের চিকিৎসার জন্য আমেরিকার সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিদেশ থেকে চক্ষু বিশেষজ্ঞদের দল আনার চেষ্টা চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন দাতা সংস্থা ও বিশ্বব্যাংকের সঙ্গেও আলোচনা করছে।