রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৪:১১ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে

রাজশাহী-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। বাস চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে সোমবার সকাল থেকে সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
 

রোববার রাত ৯টা থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। সোমবার সকাল থেকে কার্যত চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন। তবে কিছু বাস বিকল্প ব্যবস্থার মাধ্যমে চলাচল করছে।

 


 

শ্রমিকরা জানান, রাজশাহী-ঢাকা রুটের বাস স্টাফদের বেতন অত্যন্ত কম। ন্যাশনাল ট্রাভেলসে এই রুটে চালকরা প্রতি ট্রিপে ১১০০ টাকা পান, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা। অন্যদিকে, দেশ ট্রাভেলসে চালকরা প্রতি ট্রিপে ১২০০ টাকা পান। শ্রমিকরা দাবি করেছেন, তাদের বেতন দুই হাজার টাকা করা হোক।
 

চালকরা জানান, প্রায় ১০ বছর ধরে বেতন অপরিবর্তিত। মালিকদের নানাভাবে অনুরোধ করলেও বেতন বৃদ্ধি হয়নি। এর আগে, গত ২৩ আগস্ট একই দাবিতে ন্যাশনাল ট্রাভেলস বন্ধ করা হয়েছিল। সে সময় কর্তৃপক্ষ দুই দিনের মধ্যে বেতন বৃদ্ধি করার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। এবার সব বাস শ্রমিক একাত্মতা ঘোষণা করে চলাচল বন্ধ রেখেছেন। বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে তারা।
 

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, “শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছেন। আমরা মালিকদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। মালিকরা মাত্র ১০০ টাকা বাড়াতে রাজি হয়েছেন, যা শ্রমিকরা গ্রহণ করেননি।”