চন্দ্রাহতের কথা!

প্রকাশকালঃ ০২ জুলাই ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ ৭৬৪ বার পঠিত
চন্দ্রাহতের কথা!

ঢাকা প্রেস নিউজ
(সাহিত্য বিভাগ), শাহনাজ প্রধান:-



চন্দ্রের কান্না শুরু হলো যবে
আকাশ কেঁদে চলেছে চন্দ্রাহতের ভবে
চন্দ্রের প্রেমী সূর্য অস্ত গেলো কত কালের তরে!
কে বা জানে আসবে সে কবে কোন ধরাতলে!

চন্দ্রাহতের খবরে
বৃষ্টির বরখন্তিয়া চলছে চন্দ্রের বেদনার তরে!
ধরণীতে চলছে শোকের মাতম
চারিদিকে আকাশের কাঁদন!
চন্দ্র বলে আকাশ কাঁদছো কেনো এতো!
আকাশ বলে তোমার কান্না দেখে কাঁদছি অবিরত
ভালোবাসি যে তোমায় কত!
চন্দ্র বলে দেখো না আমার সূর্য লুকিয়েছে কিনা তোমার পানে!
খুঁজে যদি পাও বলো তারে আমি আছি তাঁর বিরহের দাবানলে!

বলিও তারে
এতোকাল চন্দ্র ছিলো যার মাঝে
সে হারালো কেন সৌর জগতের কিনারে?
আমি যে আলোকিত হই তাঁর আলোতে
সে ছাড়া অচল আমি জগতের মাঝে!
আসে যদি ফিরে ভালোবাসার গান শুনাবো শুধু হাত ধরে!
নিবোনা ঠাঁই তাঁর বুকে
সে যেনো থাকে শুধু আমার নয়নতারা হয়ে
তাঁর বিরহে চোখের কোলে গ্রহণ লেগেছে!

*********(((দুচোখে কত জানি ঘুম আমার অথচ পারছিনা ঘুমাতে আর অমনি কিছু লিখে ফেললাম চন্দ্র হতের কারণে!কেউ গভীর বিশ্লেষণ করে আমার নিজের কথা না ভাবলে খুশী হবো,লেখাকে আপনারা আপনাদের জীবনের সাথে মিলান,আমার নয় এবং নিজেদের চন্দ্র সূর্য ভেবে নিলে খুশী হবো। আজ ২/৩ দিন ধরে খুব বৃষ্টি,আকাশ কাঁদছে কার জানি শোকে! ))))
                                                                                                                                                        লেখা:-শাহনাজ প্রধান।