ঢাকা প্রেস নিউজ
পতেঙ্গায় অবস্থিত 'বাংলার জ্যোতি' নামক তেলবাহী জাহাজে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) একটি তদন্ত কমিটি গঠন করে।
মঙ্গলবার প্রকাশিত তদন্ত প্রতিবেদনে জানা যায়, আবুধাবি থেকে আমদানিকৃত কাঁচা তেল খালাসের সময় জাহাজের ফোর পিক স্টোরে (যেখানে রশি, নোঙর ইত্যাদি রাখা হয়) জমে থাকা অতিরিক্ত দাহ্য গ্যাস বিস্ফোরণের কারণ। এই ঘটনায় ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, বিএসসির ফোরম্যান নুরুল ইসলাম এবং শ্রমিক মো. হারুন নিহত হন।
জাহাজে থাকা অবশিষ্ট কাঁচা তেল নিরাপদে রয়েছে এবং তা খালাসের কাজ চলছে। তদন্ত কমিটি জাহাজের নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য বিস্ফোরক অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে।
১৯৮৭ সালে নির্মিত এই জাহাজের আয়ুষ্কাল প্রায় ৩৭ বছর। দেশে এই ধরনের জাহাজের বিকল্প না থাকায় এটি যথাযথ মেরামতের পর চালু রাখার পরিকল্পনা রয়েছে।
বিস্ফোরণের খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।