বিশ্বে আরবি প্রতিযোগিতায় বাংলাদেশি শিশুদের অর্জন: ধর্ম উপদেষ্টার প্রশংসা

প্রকাশকালঃ ০৪ নভেম্বর ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ ৫৮৯ বার পঠিত
বিশ্বে আরবি প্রতিযোগিতায় বাংলাদেশি শিশুদের অর্জন: ধর্ম উপদেষ্টার প্রশংসা

ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন বিশ্বে আরবি প্রতিযোগিতায় বাংলাদেশি শিশুদের অর্জনকে অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেছেন।
 

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাছাইকৃত কৃতি হাফেজ সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠানে তিনি বলেন, মাতৃভাষা না হলেও বাংলাদেশি শিশুরা আরবি ভাষায় এতদূর এগিয়ে যেতে পেরেছে, এটি দেশের জন্য গর্বের বিষয়।

 

ধর্ম উপদেষ্টা আরও বলেন, কোরআনকে শুধু মুখস্ত করলেই হবে না, বরং এর অর্থ বুঝে দৈনন্দিন জীবনে তা কাজে লাগাতে হবে। আল্লাহর দেওয়া নির্দেশনা ঠিকমতো পালন করলে দেশের সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

 

তিনি শিশুদের দ্বীন প্রচারে অবদান রাখার জন্য একটি যথাযথ শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ড. খালিদ হোসাইন বলেন, কোরআনকে বুঝে পড়লেই এর ফজিলত সম্পর্কে জানা যাবে। প্রতিটি সূরা ও আয়াতে আল্লাহ আমাদের কি বলতে চেয়েছেন, তা বোঝা জরুরি।

 

এই অনুষ্ঠানে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা তাজুল ইসলাম সভাপতিত্ব করেন। এছাড়াও, আব্দুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান, ঢাকার কাটাবন কেন্দ্রীয় মসজিদের খতিব, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান, নেজামে ইসলামী পার্টির সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশ মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারি এবং তামিরুল মিল্লাত মাদরাসার অধ্যক্ষসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।