ছাত্রীকে বেধড়ক পিটুনি প্রধান শিক্ষকের, হাসপাতালে ভর্তি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪১ অপরাহ্ণ   |   ১৪১ বার পঠিত
ছাত্রীকে বেধড়ক পিটুনি প্রধান শিক্ষকের, হাসপাতালে ভর্তি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:-

 

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের বিরুদ্ধে। স্কুলে জুতা না পরে আসায় তিনি ছাত্রীটিকে বেত দিয়ে মারধর করেন, ফলে সে অসুস্থ হয়ে পড়ে এবং পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 

ভুক্তভোগী ছাত্রী হাবিবা খান মিষ্টি উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান খান সেন্টুর মেয়ে। তার বাবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
 

অভিযোগের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয়ের মাঠে খোলা মঞ্চে অন্যান্য শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষক হাবিবাকে বেত দিয়ে মারধর করেন। বাড়ি ফেরার পর মিষ্টির প্রচণ্ড জ্বর আসে, পরে বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
 

হাবিবার বাবা মনিরুজ্জামান খান সেন্টু বলেন, "আমার মেয়ে রোজা রাখার কারণে শারীরিকভাবে দুর্বল ছিল, তাই জুতা ছাড়া স্কুলে গিয়েছিল। এত সামান্য কারণে প্রধান শিক্ষক কেন এমন অমানবিক আচরণ করলেন? আমি এর সঠিক বিচার চাই এবং এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি।"
 

এ বিষয়ে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান বলেন, "শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখতে কিছুটা শাসন করতে হয়। অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে গেছে।"
 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. হামিদ ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।