গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কুড়িগ্রামে উঠান বৈঠক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ণ   |   ৫১ বার পঠিত
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কুড়িগ্রামে উঠান বৈঠক

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):



আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ এসব বৈঠকে অংশ নেন।

 

রাজিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত উঠান বৈঠকে তিনি গণভোটের গুরুত্ব তুলে ধরে ভোটারদের ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন। একই সঙ্গে গণভোটে অংশগ্রহণের মাধ্যমে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এসময় শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণে প্রশাসনের প্রস্তুতি ও ভূমিকা সম্পর্কেও ভোটারদের অবহিত করা হয়।
 

উঠান বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, রাজিবপুর ও রৌমারী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।