ত্রিশালের আওয়ামী লীগ নেতা হারুন মেম্বার আর নেই

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০১:১৩ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
ত্রিশালের আওয়ামী লীগ নেতা হারুন মেম্বার আর নেই

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামে দীর্ঘদিন ধরে সক্রিয় আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী জনাব হারুন অর রশিদ (হারুন মেম্বার) ইন্তেকাল করেছেন।
 

মরহুম হারুন মেম্বার ছিলেন বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ কমিটির সদস্য, ধলা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সাবেক সভাপতি, ধলা বাজার ব্যবসায়ী সমিতি ও ধলা বাজার মসজিদ কমিটির সক্রিয় সদস্য। এছাড়াও তিনি মেসার্স সূর্যমুখী মৎস্য হ্যাচারী ও নার্সারির প্রোপাইটার এবং বালিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হিসেবে দীর্ঘদিন জনসেবা করেছেন।
 

৬৪ বছর বয়সী মরহুম দীর্ঘদিন জটিল ও কঠিন রোগে ভুগছিলেন এবং ২২ ডিসেম্বর সোমবার বিকেল ৩.৩০ ঘটিকায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
 

আজ মঙ্গলবার বিকেলে ধলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, সন্তান, ভাইবোন, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।