রাবি সি ইউনিটের ফলাফল প্রকাশ: পাশের হার ৪৬ দশমিক ৮৯ শতাংশ

প্রকাশকালঃ ১১ মার্চ ২০২৪ ০৩:৩৮ অপরাহ্ণ ১৬৫ বার পঠিত
রাবি সি ইউনিটের ফলাফল প্রকাশ: পাশের হার ৪৬ দশমিক ৮৯ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার 'সি' ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটে বিজ্ঞান গ্রুপে পাশের হার ৪৬ শতাংশ এবং ও অ-বিজ্ঞান গ্রুপে ৮০ দশমিক ৬ শতাংশ। গড়ে পাশ করেছেন ৪৬ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী।


প্রকাশিত ফল অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে বিজ্ঞান গ্রুপ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬১ হাজার ১১৯জন। তাদের মধ্যে ২৮ হাজার ৯১ জন পাশ করেছেন, যা মোট অংশগ্রহণকারীর ৪৬ শতাংশ। এ ছাড়া অ-বিজ্ঞান গ্রুপ থেকে এক হাজার ৬৯৭ জন পরীক্ষায় অংশ নেন। আর পাশ করেন এক হাজার ৩৬৮ জন, যা মোট অংশগ্রহণকারীর ৮০ দশমিক ৬ শতাংশ।


উভয় গ্রুপ মিলিয়ে মোট অংশগ্রহণকারী ৬২ হাজার ৮১৬ জন। তাদের মধ্যে পাশ করেন ২৯ হাজার ৪৫৯। গড় পাশের হার ৪৬ দশমিক ৮৯ শতাংশ। বিজ্ঞান গ্রুপে সর্বোচ্চ নম্বর ৯৬ এবং অ-বিজ্ঞান গ্রুপে ৮৭। উল্লেখ্য, গত ৫ মার্চ বিজ্ঞানের অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটে আসন আছে ১ হাজার ৫১৭টি